Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, টংগিবাড়ী. মুন্সিগঞ্জে স্বাগতম

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”

“ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত, শিখে যা, আয় রে আয়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায়, সমবায়”

কাজী নজরুল ইসলাম


শিরোনাম
ভিশন ও মিশন
বিস্তারিত

ভিশন ও মিশন

রুপকল্প (Vision):

টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।

 

অভিলক্ষ্য (Mission):

সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই

সমবায় গড়ে তোলা।

 

 কার্যাবলি (Functions): 

 ১.দেশের সকল জনগোষ্ঠীকে সমবায় আদর্শে/দর্শনে উদ্ধুদ্ধকরণ;

২.নিরীক্ষা, পরিদর্শন ও তদারকির মাধ্যমে সমবায় সমিতিগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা;

৩.সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা;

৪.প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃজনে সহায়তা করা;

৫.সমবায় নেটওয়ার্কিং জোরদার করার লক্ষ্যে সমবায় মূল্যবোধের প্রচার, প্রকাশনা, সেমিনার ও কর্মশালার আয়োজন এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান;

৬.পূঁজি গঠন ও বিনিয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা;

৭.গ্রামীণ মহিলা ও সাধারণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমবায় ভিত্তিক প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন;

৮.সমবায় পণ্য ব্রান্ডিং ও বাজার সংযোগ প্রতিষ্ঠায় সমবায়ীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা;

৯.পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অভিলক্ষ্য অর্জন ও কার্যাবলী বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।